× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

০২ জানুয়ারি ২০২৫, ১৯:০৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ এ'নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার’ এই বক্তব‌্যকে উপস্থান ক‌রে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। আজ (২ জানুয়ারি) দিবসটি উপলক্ষ্যে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আসাদুজ্জামান। রংপুর জেলাপ্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠান আয়োজন করে।

মুখ্য আলোচকের বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠন করা। জুলাই বিপ্লবের মাধ্যমে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। যেখানে ন্যায় বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষিত থাকবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ন্যায়বিচার, সাম্য এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সত্যিকারের বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠন করা সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান।

মুক্ত আড্ডায় অংশগ্রহণ করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর রেঞ্জের অতিরিক্ত  ডিআইজি  মোহাম্মদ মজিদ আলী, পুলিশ সুপার মোঃ আবু সাইম, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল মতিন, জুলাই বিপ্লবে শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়-এর মা সামসিয়ারা জামান কলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক মোঃ ইমরান আহমেদ, ইমতিয়াজ আহমদ ইমতি, জুলাই কন্যা মোছাঃ সাবিনা ইয়াসমিন প্রমুখ।

এর আগে রংপুর জিলা স্কুল মাঠ থেকে শিল্পকলা একাডেমি মিলনায়তন পর্যন্ত ওয়াকাথন (হেটে চলা) অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.