× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোম্পানীগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শাহাদাত হোসেন, কােম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।

০১ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।বক্তরা বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল। 

আজ (১জানুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায়। শিক্ষা, ঐক্য, প্রগতির পতাকাবাহী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল ।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্রলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নোয়াখালী-৫ আসনের বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা বজলুল করিম চৌধুরী আবেদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা অধ্যাপক বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহামান রাজন,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ,এছাড়াও   কোম্পানীগঞ্জ উপজেলা,বসুরহাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.