কুষ্টিয়ায় পূর্বাচল ক্লাব আয়োজিত নাসির উদ্দীন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় পূর্বাচল ক্লাবের সভাপতি সামছুদ্দিন সামু বিশ্বাস ও ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল ভাদুর নির্দেশনায় খেলা পরিচালনায় ৭ সদস্যের কমিটি গঠন করা হয়, কমিটির দ্বায়িত্বে ছিলেন জাফর, রুমন, প্রদীপ, আরিফ, উজ্জল, বজলু,ইমি প্রমূখ।
কমিটির পরিচালনায় প্রথম পর্বের খেলায় ১:কারিমুল ইসলাম কুমার স্মৃতি সংঘ ২: সৃজন প্রোপার্টিজ ৩:নুরজিলা-রকিব স্মৃতি সংঘ ৪:পূর্ব মজমপুর ফ্রেন্ডস মহল সেমিফাইনালে উঠে। দ্বিতীয় পর্ব খেলা শেষে, ফাইনাল খেলেন পূর্ব মজমপুর ফ্রেন্ডস মহল ও সৃজন প্রোপার্টিজ।
প্রতি বছরের ন্যায় ফাইনাল খেলায় র্যালী, ব্যন্ডপার্টি, মাইকিং ও ভুরি ভোজের আয়োজন করে থাকেন ক্লাবের পক্ষ থেকে।
খেলা শুরু হওয়ার আগে ব্যন্ডপার্টি বাজিয়ে দু দল মাঠে প্রবেশ করেন। ফাইনাল খেলা ৩১-১২-২০২৪ বিকাল ৩ ঘটিকায় শুরু হয়ে ১-১ গোলে ড্র করে খালাটি পেনাল্টি পর্যায়ে পৌছায়ে রেফারির সিদ্ধান্তে পেনাল্টি সর্টে পূর্ব মজমপুর ফ্রেন্ডস মহল চ্যাম্পিয়ান হয়। এসময় চ্যাম্পিয়ানদের ট্রফি তুলে দেন পূর্বাচল ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক।