কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ৫০নং মেরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আরা। দীর্ঘ ৩৭ বছর ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়েছেন শিক্ষার আলো। সেই ছাত্রদের কেউ এখন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেউ জনপ্রতিনিধি, আবার কেউবা দেশের স্বনামধন্য ব্যবসায়ী। তাই প্রিয় শিক্ষকের চাকরি জীবনের শেষ কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে ভোলেননি তারা।
আজ মঙ্গলবার বিশেষ এ দিনটি স্মরণীয় করে রেখেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক জেসমিন আরা কে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা।
বিদয়ী অনুষ্ঠানে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মো¯‘ফা কামাল ও মো: নাছিরুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো: নূরুল আমীন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সাবেক সভাপতি মো: শামসুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবু হানিফা, শিক্ষক মো: আদিলুজ্জামান, নজরুল ইসলাম প্রমুখ।
প্রিয় শিক্ষকের বিদায় দিতে অশ্রুসিক্ত নয়নে বিশেষ সম্মাননা দিয়ে তাদের প্রিয় শিক্ষককে কর্ম¯’ল থেকে বিদায় দেন সকলে।