× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য সমর্থক সহ নিহত-৩ আহত ১৫

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।

৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

মাদারিপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলে এবং একজন সমর্থক সহ মোট তিনজন নিহত হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছে অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন প্রতিপক্ষ ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধী চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে সুমন চেয়ারম্যানের লোকজন আকতার মেম্বারের ঘর আগুনে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে রাত ১০ টার দিকে বাড়ি ঘর দেখতে গ্রামে আসে ইউপি সদস্য আকতার মেম্বার। শুক্রবার সকালে বোমা বিস্ফোরণ করে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সুমন চেয়ারম্যানের লোকজন আক্তার মেম্বারের বাড়িতে হামলা চালায়। সংঘর্ষে ইউপি সদস্য আকতার মেম্বার (৪০) ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেয়ার পথে  মারা যায় তার ছেলে ছেলে  মারুফ শিকদার ( ১৮) ও সমর্থক সিরাজুল মৃধা (৪৫) । এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ (পনের)
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আর্মিসহ একাধিক  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিহত মেম্বারের বাবা মতি শিকদার বলেন সুমন চেয়ারম্যান ও তার ভাই সহ একাধিক লোকজন আমার ছেলের উপর হামলা চালায় কুপিয়ে হত্যা করে এবং আমার নাতীকে হত্যা করে আমি তাদের বিচার চাই।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন সকালে বোমা বিস্ফোরণ সহ মারামারিতে তিনজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং এপর্যন্ত তিনজনের ডেড বডি উদ্ধার করি এবং যৌথ বাহিনীর নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.