কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯ নং রিফাইতপুর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ডসিম্বের) বেলা দুইটার দিকে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় রিফাইতপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মক্কেল আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলার বিএনপি'র সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শের আলী সবুজ, সহ আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল হক রিয়াজ, বিএনপির নেতা নবীর উদ্দিন, বিএনপি নেতা টুটুল বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রেজ আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচার সরকার বিদায়ের মাধ্যমে দেশের সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। সামনের দিনে এই মুক্তির সাদ গ্রহণ করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে বসাতে হবে। তা না হলে দেশ আবারো চলে যাবে নতুন কোন স্বৈরাচারীর হাতে।
তিনি আরো বলেন, বিভিন্ন মামলা হামলার কারণে দৌলতপুর উপজেলা বিএনপি'র নেতাদের দীর্ঘদিন ঘরবাড়ি ছেড়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছিল এরকম সমস্যাই যেন আবার নতুন করে বিএনপি নেতাদের পড়তে না হয় সেই লক্ষ্যে মানুষের মনে জায়গা করে নেয়ার মাধ্যমে ভোট যুদ্ধে জয় লাভ করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। সকলে মনে রাখবেন বাংলাদেশ একমাত্র নিরাপদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কাছে।
দেশ ও জনগণকে রক্ষা করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের বসাতেই হবে।