× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্মরনীয় আবু সাঈদ

ফিরে দেখা আলোচিত বছর ২০২৪ এ আলোচিত রংপুর

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৩ পিএম

ছবিঃসংগৃহীত।

রাত পোহালেই বহুল আলোচিত সমালোচিত বছর হিসেবে আখ‌্যা‌য়িত ২০২৪ এর বিদায় ঘটতে যা‌চ্ছে। সেই আলোচিত বছরে রংপুরেও ঘটে গেছে বহু আলোচিত-সমালোচিত ঘটনা। এমনকি রংপুরের কয়েকটি ঘটনা দেশবাসীসহ বিশ্বজুড়ে নাড়াও দিয়েছে। সেই আলোচিত বছরের আলোচিত হলো কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের নির্যাতন ও অন্যায়ের প্রতিবাদে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে সাহস নিয়ে দাঁড়ানো আবু সাঈদের আত্মত্যাগ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের বুকে বিবেকবর্জিত নতজানু পুলিশের গুলি চালানোর সেই দৃশ্য দেখেছে বিশ্ববাসী। আবু সাঈদের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন দ্রোহের আগুন হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার দমননীতি উপেক্ষা করে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নেয়। ছাত্র-জনতার ক্রোধ আর ক্ষোভের দীর্ঘ নিশ্বাস পরিণত হয় অপ্রতিরোধ্য শক্তিতে। তরান্বিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় ঘণ্টা। শেষ পর্যন্ত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে নিজের জীবন বাঁচাতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান টানা সাড়ে ১৫ বছর ক্ষমতার মসনদে থাকা শেখ হাসিনা।

ভোটযুদ্ধে জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের রানী

স্বৈরাচারী সরকারের পতনের বছরের শুরুতে শেখ হাসিনার একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার বিতর্কিত সংসদ নির্বাচনও ছিল আলোচনা-সমালোচনার টেবিলে। প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি-জামায়াতকে একঘরে রেখে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। সেই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয় রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের ও তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীকে ঘিরে। যদিও শেষ পর্যন্ত আসন ভোটযুদ্ধে জিএম কাদেরই জয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনে দুর্গখ্যাত রংপুরের ছয়টি আসনের মধ্যে শুধুমাত্র একটিতে জয় পেয়েছিল জাতীয় পার্টি।

জিআই পণ্য হিসেবে হাঁড়িভাঙার স্বীকৃতি

আলোচিত বছরে উত্তরের অর্থনীতিতে আশীর্বাদ হয়ে আসা হাঁড়িভাঙা আমকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ১২ ফেব্রুয়ারি। এর আগে ২০১৬ সালে রংপুরের শতরঞ্জি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে স্থান করে নেওয়া হাঁড়িভাঙা আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রংপুরের সম্মানের সঙ্গে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।

এক দিনে শ্যামাসুন্দরী খালের ৫ কিলোমিটার পরিষ্কার

রংপুরের ঐতিহ্য শ্যামাসুন্দরী খালকে মরণ দশা থেকে পুনরুজ্জীবিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। ১১ মে সকাল থেকে বিকেল পর্যন্ত ৭ ঘণ্টায় শ্যামাসুন্দরী খালের ১৫ দশমিক ৮০ কিলোমিটারে মধ্যে ৫ কিলোমিটার বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা একযোগে পরিষ্কার করেন।

 একদিনেই পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

আলোচিত বছরের ফিরে দেখায় সবচেয়ে কষ্টদায়ক ঘটনা রংপুরে ঘটে গেছে। রংপুরে পৃথক ঘটনায় ২৬ জুন একদিনেই পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়। মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় ঘাঘট নদীতে ও নগরীর ভুরারঘাট এলাকায় একই নদীতে ডুবে চারজন এবং মিঠাপুকুরের পশ্চিম বড়বালা গ্রামে পুকুরের পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যু হয়।

ভিন্ন গ্রুপের রক্তে রোগীর মৃত্যুতে রমেকে তোলপাড়

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের ভুলে অস্ত্রোপচারের সময় এক রোগীকে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়া হয়। ঘটনার ১৮ দিন পর ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগমের নামে ওই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দিতে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ফাতেমার সন্তানরা।

পুলিশ সদস্যের ফেসবুক পোস্টে প্রশাসনে তোলপাড়

২০ আগস্ট রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) এক উপপরিদর্শকের (এসআই) ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় শুরু হয়। স্ট্যাটাসে দাবি করা হয়- ‘গত ১৯ জুলাই রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিজেই রাইডকার দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি ছোড়েন।’ এই ফেসবুক স্ট্যাটাসটি রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলেও শেয়ার করেন এসআই মজনু। এরপর সেটি নিয়ে রংপুরসহ সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

জামায়াতের হিন্দু শাখা গঠন নিয়ে বিতর্ক

৫ আগষ্টের পর দেশের মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দেয় রংপুরের পীরগাছায় ২৫ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠনের খবরটিও ছিল বেশ আলোচনায়। যদিও পরবর্তীতে জামায়াত নেতারা দাবি করেন-হিন্দু শাখা নয়, অমুসলিম নাগরিক সেবা কমিটি গঠন করা হয়েছে।

ট্রেনের ধাক্কায় আহত কিশোরের অলৌকিকভাবে বেঁচে যাওয়া

আলোচিত বছরের ২৬ অক্টোবর রংপুর নগরীর সিংগিমারী রেলসেতুতে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত কিশোরের অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা ছিল বেশ আলোচনায়। কারণ ওই দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বলা হয় আহত কিশোরের মৃত্যু হয়েছে।

চাকরি ছাড়লেন আবু সাঈদের দুই ভাই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেনের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনাটিও আলোচিত ছিল। ৯ অক্টোবর রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। ওই দিন আবু সাঈদের ছোট বোন সুমী খাতুনকে চাকরি দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎ করে নভেম্বরের শুরুতে আবু সাঈদের দুই ভাই চাকরি থেকে অব্যাহতি নেওয়ায় তা নিয়ে জনমনে ব্যাপক কৌতুহল তৈরি হয়।  

রমেকে রিং বাণিজ্যে চিকিৎসক, তদন্ত কমিটি গঠন

অর্ধযুগ পর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চালু হয় হার্টের এনজিওগ্রাম, হার্টের রক্তনালীতে স্টেন্ট (রিং) বসানো এবং হার্টের পেসমেকার স্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা। এই হাসপাতালে ২০১১-১২ অর্থবছরে কার্ডিওলজি বিভাগে প্রথমবার চালু করা হয় ক্যাথল্যাব। তবে বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়েছে এটি। দীর্ঘ ছয় বছর পর ল্যাবটি চালু হলেও নভেম্বরে কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. মাহবুবুর রহমান নামে এক চিকিৎসকের বিরুদ্ধে ওঠা ‘রিং বাণিজ্যসহ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ সাড়া ফেলে সারা দেশে। রমেক হাপাতালের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে গঠিত হয় তদন্ত কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে রসিক মেয়রকে তুলোধুনো

৫ আগষ্টের পূর্বে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ, সমর্থন ও আর্থিক সহযোগিতা করায় ২৫ জুলাই রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সামনে রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে তুলোধুনো করেন আওয়ামী লীগ নেতারা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েন ক্ষমতাসীন দলের নেতারা। 

অধ্যক্ষের গলায় জুতার মালা, বিজয় মিছিলে বিএনপি নেতার গুলিবর্ষণ

গণঅভত্থান পরবর্তিতে শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগমন, বেরোবিতে উপদেষ্টা নাহিদ ইসলামের সম্মাননা স্মারক প্রত্যাখান, আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার, পীরগাছায় ছাত্র-জনতার বিজয় মিছিলে বিএনপি নেতার গুলিবর্ষণের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীনকে জুতার মালা দিয়ে পদত্যাগে বাধ্য করানোর ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি হয়। সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে জাতীয় পার্টির দ্বন্দ্ব, রংপুরে অবাঞ্ছিত ঘোষণা এবং গণঅধিকার পরিষদের বিরুদ্ধে জাতীয় পার্টির মুখোমুখি অবস্থানের বিষয়টিও রাজনৈতিক মহলে আলোচনায় ছিল।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে বিতর্কে বদিউল আলম

সর্বশেষ ১৯ ডিসেম্বর রংপুরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ‘নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না’ বলে সমালোচনার মুখে পড়েন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তার এ বক্তব্য গণমাধ্যমে প্রচার হলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন সেটি প্রত্যাখান করে। যদিও ‘নির্বাচন নিয়ে বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করা হয়েছে’ দাবি করে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করেন বদিউল আলম মজুমদার।

সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিস কর্মী রংপুরের সোয়ানুর জামান নয়ন
আলোচিত বছর হিসেবে পরিচিত ২০২৪ এর আলোচিত-সমালোচিত ঘটনা হলো সচিবলায়ে আগুন। ২৫ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় জরুরি প্রয়োজনে আগুন নেভাতে যান ফায়ার সার্ভিস কর্মী রংপুরের সোয়ানুর জামান নয়ন। সেখানে রাস্তাপারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় প্রাণ প্রদীপ নিভে যায় তার। নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন।

রমেকে রোগীর স্বজন ও সাংবাদিককে মারধর, ৩ আনসার সদস্য বরখাস্ত
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রোগীর স্বজনকে মারধর করেছেন কয়েকজন আনসার সদস্য। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ফেরদৌস জয় আনসার সদস্যদের কাছে গেলে তাকেও মারধর করে মোবাইল ও পরিচয়পত্র ছিনিয়ে নিয়েছেন অভিযুক্ত আনসার সদস্যরা। এ ঘটনায় ৩ আনসার সদস্যকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে অভিযুক্ত ৩ আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকৃতরা হলেন- আনসার সদস্য আব্দুর রাজ্জাক, আকবর আলী ও রাশেদুল ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.