× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মিথ্যা অপপ্রচার

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বরিশাল ব্যুরো

৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩ পিএম । আপডেটঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:২০ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

ঝালকাঠির নলছিটিতে ক্ষমতার প্রভাব খাটিয়ে দলিল লেখক মো. মহসীন কবির খানের জমি দখলের চেষ্টা,চাঁদা দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। 

আজ (৩১ ডিসেম্বর)  দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন দলিল লেখক মো. মহসীন কবির খান।
তিনি বলেন, আমার উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৪৮ নং আখড়পাড়া মৌজায়, জে.এল. ৫২, বি.এস. ৪৮, এস.এ. ৭ ও ৮ নং খতিয়ানে পৈত্রিক রেকর্ডীয়ও দখলীয় ১৬৩ শতক সম্পত্তি আছে। যাহা গত ৩০ জুন-২৪ তারিখে ১৫১৪ নং দলিল মূলে আমার পিতার নামে জমির মালিক সাফ কবলা রেজিস্ট্রি করিয়া দেয়। রেকর্ড সূত্রে আমার পিতার সম্পত্তিতে বসতঘর স্থাপন করিয়া দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি।

সম্প্রতি একটি ভূমি-দখলবাজ কুচক্রী মহল আমার বসতঘর সহ সম্পত্তি সমূহ দখল করার লক্ষে আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটনা মিথা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আমার পরিবারের বিরুদ্ধ গত ২১ ডিসেম্বর-২৪ তারিখ থেকে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কয়েকটি  দৈনিক পত্রিকায় বানোয়াট ও মিথ্যা খবর প্রচার করিয়া সামাজিক মান মর্যাদা নষ্ট করেছে। আমাকে রান্নাশের হুমকিও দিচ্ছে। বিভিন্ন লোকজনের মাধ্যমে মোটা অংকের কাঁদাবি করছে। আমি তাদের দাবি পূরণ না করায় আমার বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনে নেমেছে। 
এসময় দলিল লেখক মো.মহসীন কবির খান,  কামরুল সরদার, ব্যবসায়ী আশ্রাফ আলী খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.