চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামীর নিক্ষেপ করা অকটেনের আগুনে ঝলসে গিয়ে নিহত হয়েছে ২ সন্তানের জননী গৃহবধু নাজমা আকতার (৩০)।
গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় চন্দনাইশ দক্ষিণ হাশিমপুরের আবদুল জব্বারের স্ত্রী ২ সন্তানের জননী নাজমা আকতার রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামী আবদুল জব্বার পূর্ব পরিকল্পিতভাবে তার ঘরে থাকা প্লাষ্টিকের বোতলে রাখা অকটেন স্ত্রীর গায়ের দিকে নিক্ষেপ করে। এ সময় চুলার আগুন ছড়িয়ে পড়ে নাজমার গায়ে লেগে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
তাকে মুমুর্ষ অবস্থায় চন্দনাইশের দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মধ্যরাতে নাজমা মারা যায়।
এ ব্যাপারে তার ভাই মো. তারেক বাদী হয়ে চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ মাত্র ৮ ঘন্টার মধ্যে দুর্গম পাহাড়ি এলাকা পূর্ব জামিজুরী থেকে পাষন্ড স্বামী আবদুল জব্বারকে আটক করে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন। তিনি বলেন, ভিকটিমের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।