× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবালয়ের অগ্নিকাণ্ডে জড়িতদের বিন্দুমাত্র ছাড় নয়- ধর্ম উপদেষ্টা 

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫০ পিএম । আপডেটঃ ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টে কেউ দোষী সাব্যস্ত হলে সে যেই হোক না কেন কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে আবু হুরায়রা দাখিল মাদ্রাসা মাঠে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পরে মাদার্শা বাবুনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কবরস্থান পরিদর্শন ও কবর জেয়ারত শেষে বাবুনগর শীতার্তদের মাঝে ড. আ ফ ম খালিদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫ মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ে প্রতিমাসেই কোন না কোন নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।সচিবালয় ঘেরাও করা হয়েছে।এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সচিবালয়ে যে নথিপত্রগুলো আছে সেগুলো সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এসব নথিপত্র পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টে কেউ যদি দোষী সাব্যস্ত হয়, সে যেই হোক না কেন কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

মাদার্শা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান উপস্থিত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.