× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

আতিকুর রহমান আতিক,গাইবান্ধা প্রতিনিধি।

২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:০৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

গাইবান্ধায় " পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধব সিভিল সার্ভিস চাই"  দাবী বাস্তবায়ন উপলক্ষে জেলা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের গানাসাস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইংরেজি প্রভাষক 
জীবন কৃষ্ণ বর্মন, অর্থনীতি প্রভাষক জান্নাতুল ফেরদৌস, বাংলা প্রভাষক মিজানুর রহমান মিজান, সহকারী অধ্যাপক আবু কাহাব, সহকারী অধ্যাপক উদ্ভিদবিদ্যা রবিন্দ্রনাথ চক্রবর্তী, রাষ্ট্র বিজ্ঞান, সহঃ ব্যা: রাষ্ট্রবিজ্ঞান আরজুমান, সহকারী অধ্যাপক বাংলা মশিউর রহমান, সহকারী অধ্যাপক দর্শন এবিএম জিল্লুর রহমান, আসাদুজ্জামান প্রমুখ।
বক্তরা বলেন , শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসন করতে হবে। শিক্ষা সংশ্লিষ্ট বিষয় গুলোতে শিক্ষা ক্যাডারের লোকজন থাকবে অন্য ক্যাডারের কাউকে না দেয়ার দাবি জানান তারা।
তারা আরও বলেন, সরকারের উপসচিব পদে কোটাপদ্ধতি বাতিল, নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ নীতিনির্ধারণী পদে দায়িত্ব দেওয়া এবং সব ক্যাডার কর্মকর্তাদের সমান অধিকার নিশ্চিত করার ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.