শিক্ষার্থী, যুবদের তথ্য প্রযুক্তি বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে রংপুরে যাত্রা শুরু করেছে অলাভজনক প্রতিষ্ঠান আরযেটএস লার্ন ডটকম। আজ (২৫ ডিসেম্বর) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আরযেটএস লার্ন ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইডটেক ইনোভেশনের প্রধান নির্বাহী রশিদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ উল হাসান, জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক শফিয়ার রহমান, সংগঠক রাহি রাকিব, তমাল ফেরদোস, শিহাবুর রহমান, সোহান, সাত্তিকসহ অন্যরা।
এ সময় সাধারণ শিক্ষার পাশাপাশি যুব ও শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদে পরিণত করতে তথ্য প্রযুক্তির জ্ঞান ও দক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়। সেই সাথে ইডটেক ইনোভেশনের দক্ষতা উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।