× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা ।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

গাইবান্ধায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌ-বাহিনী পরিবার কল্যাণ সংঘ। এসময় প্রত্যেকের হাতে ১০ কেজি করে চালও দেয়া হয়। আজ (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট নৌ-টার্মিনাল এলাকায় নৌবাহিনীর প্রধানের সহধর্মিণী ও সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। 

এসময় দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তীব্র এই শীতের সময় শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অসহায় মানুষেরা। 
নৌবাহিনীর কমান্ডার মো. আরাফাত ইসলাম জানান, প্রতিবছরের মতো নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের ১ হাজার অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়। 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর লেফলেন্ট কর্নেল মোশারফ হোসেন, র‌্যাব-১৩ সিও ইস্তেখার চৌধুরী, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার আনিচ উদ্দীন পিপিএম এবং ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন । 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.