× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণঅভ্যুত্থানে নিহতের ১৪০ দিন পর নাইনের লাশ উত্তোলন

রাকিব হাসনাত, পাবনা প্রতিনিধি ।

২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

আগস্টে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে নিহতের ১৪০ দিন পর অবশেষে ময়নাতদন্তের জ পাবনার সাঁথিয়ার জুলকার নাইনের (১৭) নামের এক শিক্ষার্থীদের মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলাধীন জোরগাছা স্বরুপ পারবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় মামলা হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তলণ করে পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুরের স্বরুপ গ্রামের আব্দুল হাই আলহাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে.এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়।
বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলাবাহিনী। সেই গুলিতে নিহত হোন জুলকার নাইন। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরেরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সাঁথিয়ার স্বরপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.