ময়মনসিংহের মৎস্য বীজ উৎপাদন খামারের একটি কক্ষ থেকে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত ১২টার দিকে নগরের মাসকান্দা এলাকার ‘মৎস্য বীজ উৎপাদন খামারে’ এক নৈশপ্রহরীর কক্ষ থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নৈশপ্রহরীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। নৈশপ্রহরীর নাম হৃদয় মিয়া। তিনি গফরগাঁওয়ের বাসিন্দা। পুলিশের দাবি, সেখান থেকে অস্ত্র ও মাদক ব্যবসা চালানো হতো।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, একটি কক্ষে অস্ত্র ও মাদক রেখে বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে ওই সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। অভিযানে মৎস্য বীজ উৎপাদন খামারের মাস্টাররোলের কর্মচারী নৈশপ্রহরী হৃদয় মিয়ার শয়নকক্ষে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা পাওয়া যায়।
তবে সরকারি প্রতিষ্ঠানে অস্ত্র ও মাদক রেখে ব্যবসার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন খামারের ব্যবস্থাপক হাছেন আলী। তিনি বলেন, মধ্যরাতে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধারের বিষয়টি দেখতে পান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার রেঞ্জ ডিআইজি ড. আশরাফুল রহমান জানান, ‘সরকারি প্রতিষ্ঠানে এগুলো কীভাবে এল, এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে, পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে