× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাইকোর্টের রীট বাস্তবায়নে অভিযান; দীঘিনালায় দুই ইটভাটা বন্ধ ঘোষণা

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩ পিএম । আপডেটঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

খাগড়াছড়ির দীঘিনালায় হাইকোর্টে রীট পিটিশনমূলে আদেশক্রমে ০২ (দুই) টি ইটভাটা বন্ধ ও নগত ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আজ (২৩ ডিসেম্বর)  সকাল সাড়ে ১১ টায় উপজেলার মেরুং ইউনিয়নের ফোরবিএম ও কেবিএম নামক দুইটি ইট ভাটা বন্ধ ঘোষনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। 

এ সময় তিনি বলেন, ‘মহামান্য হাইকোর্টের রীট পিটিশনমূলে আদেশক্রমে উপজেলা সব কয়টি ইটভাটা বন্ধ ঘোষনা করা হয়েছে। মহামান্য হাইকোর্টের ভিন্ন কোন আদেশ না দেওয়া পর্যন্ত ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।’

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন  ২০১৩ এর ১৫ ধারা অনুয়ায়ী দুইটি ইট ভাড়া মালিক থেকে নগত ০১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়৷ পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ভাটার আগুন নিয়ন্ত্রণে আনে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে অন্যদের মধ্যে  দীঘিনালা বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাফর উল্লাহ্, দীঘিনালা থানার উপ- পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন, দীঘিনালা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পংকজ কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.