× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খ্রিস্টান পল্লীতে বড়দিনে সেনারিজিয়নে উপহার প্রদান

আকাশ মারমা, বান্দরবান প্রতিনিধি।

২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব "বড়দিনকে" সামনে রেখে খ্রিস্টান পল্লীতে উপহার দিয়েছে ৬৯ পদাতিক সেনারিজিয়ন। আজ (২৩ ডিসেম্বর) সাড়ে এগারোটায় সদর সেনাজোন শেডে বড়দিন উৎসব উপলক্ষে আর্থিক উপহার প্রদান করা হয়।

রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম- মহল্লায়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্যাথলিক চার্চে ৬২ জনকে তিন লক্ষ টাকা প্রদান করেন ৬৯ পদাতিক রিজিয়নে জিএসও ২ শায়েদ উজ জামান।

৬৯ পদাতিক রিজিয়নে জিএসও ২ শায়েদ উজ জামান বলেন, বড়দিন উৎসবের দিনে বিভিন্ন চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। আগামীতেও সকল সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস প্রদান করেন সেনারিজিয়ন।

অনুষ্ঠানে ৬৯ পদাতিক রিজিয়নের ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী জিএস ও- ৩সহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.