বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর বাদে আছর পটিয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি মো. ওসমান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন সবুজের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাও. ফেরদৌসুল আলম খাঁন, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. আলী হোসাইন, এম বেলাল উদ্দিন আলমদার, দক্ষিণ জেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল মামুন প্রমূখ।
পরে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা'য়াতের মতাদর্শে বিশ্বাসী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী দ্বীন, ধর্ম,মাজহাবের বাণী পৌঁছে দিতে দেশের আনাচে কানাচে সবসময় বিচরণ করে, তার জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে একটা গোষ্ঠী, বিভিন্ন প্রোপাগান্ডায় তার কন্ঠরোধে প্রচেষ্ঠা চালাচ্ছে মামলা-হামলার মাধ্যমে।
বক্তারা আরো বলেন, মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে, আরো কঠোর আন্দোলনের আহ্বান করা হবে বলে জানান।