× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমেকে ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসকদের বিক্ষোভ ও মানববন্ধন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কর্মরত বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’ লেখা ব্যানারে রমেক হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেন চিকিৎসকরা।

এ সময় আন্দোলনকারীরা বলেন, আমরা পোস্ট গ্রাজুয়েটধারীরা হাসপাতালে কাজ করি, চিকিৎসা সেবা দেই। কিন্তু আমাদের মাত্র ২৫ হাজার টাকা ভাতা দেয়া হয়। যা দিয়ে কোনভাবেই আমাদের সংসার চলে না। আমরা দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছি। কিন্তু কেউই আমাদের কথা শুনছে না।

তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এই ভাতা ৫০-৭৫ এবং ১ লাখ টাকা পর্যন্ত। কিন্তু আমাদের ভাতা মাত্র ২৫ হাজার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এ সময় তারা ৫০ হাজার টাকা ভাতা করার দাবির আহ্বান জানান।

এদিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে আন্দোলনকারীদের অনেক চিকিৎসককেই সেবা কার্যক্রমে দেখা যায়নি। চিকিৎসকদের আন্দোলনের কারণে  সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে রোগী ও তাদের স্বজনরা। প্রত্যাশিত সেবা পেতে ভোগান্তি বাড়ায় সাধারণ রোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।  

এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান জানান, আমাদের কলেজে এখনো কর্মবিরতি শুরু হয়নি। ঢাকায় আলাপ আলোচনা চলছে। আন্দোলনকারীদের দাবি আমরা ঢাকায় জানিয়েছি। আশা করছি এর একটি সুষ্ঠু সমাধান হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.