× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব কর্তৃক গুণীজন সম্মাননা

মোঃ আল আমীন প্রধান, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

২১ ডিসেম্বর ২০২৪, ২০:১৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠান ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে । আজ (২১ ডিসেম্বর) শনিবার জনাব ইব্রাহিম খলিলের সভাপতিত্বে  মোগরাপাড়া চৌরাস্তা আল -মদিনা শপিং কমপ্লেক্সের ৫ম তলায় এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য সামাজিক উন্নয়ন সহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় ব্যক্তিদেরকে সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এ সম্মাননা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আরো  উৎসাহিত করবে ।
এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও চালিয়ে নেওয়ার অনুরোধ করেন তিনি ।এসময় সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের  সহ-সভাপতি ও দৈনিক লাখো কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তপন মাহমুদ বলেন, একজন ভালো মানুষকে তার কাজে স্বীকৃতি বা অনুপ্রেরণা দেওয়াই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
কারন আমরা মনে করি, একজন মানুষ যদি তার একটি ভালো কাজের প্রশংসা বা স্বীকৃতি পায় তাহলে সে অনুপ্রাণিত হয়ে আরো ১০টি ভালো কাজ করতে  উৎসাহিত হবে। সভাপতির বক্তব্যে জনাব  ইব্রাহিম খলিল বলেন, আমরা সকলেই মানুষ আর মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সমাজকে ভালো রাখার জন্য আমাদের নতুন প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদেরও দায়বদ্ধতা রয়েছে ।
সেই দায়বদ্ধতা থেকে সবাইকে যার যার অবস্থান থেকে কিছু ভাল কাজ করে যেতে হবে।মহৎ ফাউন্ডেশন সোনারগাঁ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ আল আমীন প্রধান বক্তব্যে বলেন দেশ ও জাতি গঠনে সৎ লোকের অবদান অপরিসীম, তাঁদের অবদানে জাতি টিকে থাকে,তাই তাঁদের সম্মান করা মানে জাতিকে সম্মান করা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।তাঁদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।অনুষ্ঠানটি বিদায়ী বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব মাষ্টার। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.