চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ টি বাল্কহেডসহ ০৯ জন দুস্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড ৷
আজ ২১ (ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান । তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর শনিবার রাত দেড় টার সময় কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার মতলব উত্তরের দশআনী সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ০২ টি বাল্কহেডসহ ০৯ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর সদর থানা নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।