× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর উপর অতর্কিত হামলা

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।

২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী তানজিদুর জামান দিহান (২২) এর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ (২১ ডিসেম্বর) দুপুরে ১২টার দিকে ঈশ্বরদীতে উপজেলার বাঘইলে এই হামলার ঘটনা ঘটেছে।

দিহান ঈশ্বরদী পৌরসভার বাবু পাড়া এলাকার মৃত সাইদুর জামানের ছেলে। সে পাবনা এডওয়ার্ড কলেজের ফিন্যান্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্ররা জানায়, দিহান, শাওন ও সাইদ মোটরসাইকেল যোগে ঈশ্বরদী থেকে পাকশী কলেজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘইল সাঁকোর নিকট পৌঁছালে পিছন থেকে নীল রঙের একটি ডিসকভার মোটরসাইকেলে তিনজন মুখ ঢেকে ছাত্রদের অতিক্রম করার সময় দিহানকে চলতি মোটরসাইকেল থেকে টান দিয়ে ফেলে দেয়। এতে দিহান ডান পায়ে গুরুতর আঘাত পান।
দিহান বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ন্যাক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান ছাত্ররা। এছাড়াও থানায় লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান তারা।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী দিহানকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তার চিকিৎসার যেন কোন ত্রুটি না হয় ডাক্তারদের এমন নির্দেশনা দেন।
সেইসাথে ঈশ্বরদী থানার ওসিকে নির্দেশনা দেন ঘটনার সাথে কে বা কারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। প্রাথমিকভাবে জানতে পারি সে পড়ে গিয়েছে। বিষয়টি তদন্ত করে জানা যাবে আসলে প্রকৃত ঘটনাটি কি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.