নীলফামারীর ডিমলায় ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা ও দলিল লেখকের বিরুদ্ধে প্রতারনার মাধ্যমে জাল দলিল করে জমি দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। আজ (২১ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরে প্রেসক্লাব ডিমলা'র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম, শামসুল হক, রবিউল ইসলামসহ ক্ষতিগ্রস্তরা।
এ সময় ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডিমলায় দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র বানিয়ে জমি দখলের একটি চক্র গড়ে উঠেছে। চক্রের মূলে রয়েছে ডিমলা সাব-রেজিস্টার অফিসের তালিকাভুক্ত দলিল লেখক প্রদিপ সরকার ও খালিশা চাপানীর সাবেক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গোলাম রব্বানী । বর্তমানে তিনি ঝুনাগাছ চাপানি ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা হিসেবে কর্মরত।
গোলাম রাব্বানির যোগসাজশে সাব-রেজিস্টার অফিসের বিভিন্ন আমলের সীলমোহর ও কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া ও মিথ্যা দলিল তৈরি করেন প্রদীপ সরকার। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। জোরপূর্বক জমি দখলের জন্য তাদের একটি লাঠিয়াল বাহিনী গড়ে উঠেছে। এমনকি গোলাম রব্বানী ও প্রদিপ সরকার চক্র তিস্তা নদীর চরের সরকারি খাস খতিয়ানের জমি জাল কাগজপত্রে ব্যাক্তি মালিকানা নামজারি করে স্থানীয় কৃষকদের কাছে দলিল রেজিস্ট্রি মূলে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জাল দলিল চক্রের মূল হোতা প্রদীপ সরকার ও প্রতারক চক্র প্রভাবখাটিয়ে তাদের মালিকানা জমি জোড়পূর্বক দখল করছে। জমির দখল ছেড়ে দিতে তাদের নামে মিথ্যা মামলা ও প্রাননাশের হুমকি দিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের মতো স্থানীয় অনেকের জমি-জমা এভাবে জাল দলিলে জোর করে দখল করে হয়রানি করা হচ্ছে। প্রতিবাদ করলেই মিথ্যা মামলা ও প্রাননাশের হুমকি দেয়। ইতোপূর্বে প্রদিপ সরকার একাধিক দলিল জাল জালিয়াতি মামলায় গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত। ভুক্তভোগী জমির মালিকদের একজন সিরাজুল ইসলাম বলেন, গত সেপ্টেম্বরে তার ২ একর ৬ শতক ফসলি জমি জাল দলিল করে দখল করে নিয়েছে প্রদীপ সরকার ও চক্রের সদস্যরা। সহকারী ভুমি কর্মকর্তা গোলাম রাব্বানীর যোগসাজশে প্রদীপ সরকারের নেতৃত্ব এলাকায় ভুমিদশ্যু একটি চক্র গড়ে উঠেছে।
তার মতো অনেকের জমি-জমা এভাবে জোর করে নিয়েছে তাঁরা জানান তিনি। তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানিনা। এ বিষয়ে প্রদীপ সরকার বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।