× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযানে দুই দালাল আটক

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

রংপু‌রে বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরদ্ধে ড্রইভিং লাইসেন্স লার্নার লাইসেন্স ফিটনেসসহ অন্যান্য সেবা পাওয়ার জন্য ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এসময় দুদকের বিশেষ দলটি হাতেনাতে দেলোয়ার হোসেন ও হাসানুর রহমান নামে দুই দালালকে আটক করে।

বৃহস্পতিবার (১৯ ডি‌সেম্বর) দুপুরে এই বিশেষ অভিযান পরিচালনা করে দুদক রংপুর। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দালাল দেলোয়ার ও হাসানুরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ ও র্নিবাহী ম্যাজিষ্ট্রেট ঝন্টু আলী।

দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, বিআরটিএ রংপুর অফিস থেকে ইচ্ছেমাফিক ফেল করে দেয় হয় আবেদনকারীকে। পরে তাদের সাথে যোগাযোগ করে টাকার বিনিময়ে পূণরায় পাশ করে দেয়া হয় এমন অভিযোগ রয়েছে। সেই সাথে লাইসেন্স পেতে হলে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা দালালকে দিয়ে লাইসেন্স করাতে হয়। 

এছাড়াও লাইসেন্স সংক্রান্ত যে কোন কাজে আসলে এই দালালদের খপ্পরে পরতে হয়। যারা এসব করে তারা কেউই বিআরটিএ অফিসের সাথে যুক্ত না। এনারা কেউ চায়ের দোকানদার আবার কেউ অফিসে ঘোরাঘুরি করে এইসব কাজ করে থাকেন। এসব কাজের সাথে অফিসের কেউ জড়িত আছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.