× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় ভূমিসেবা সার্ভার সচল না থাকায় জমির নামজারি ও খাজনা বন্ধ

মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুমিল্লার হোমনা উপজেলার ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির নামজারি ও খাজনা আদায় বন্ধ রয়েছে প্রায় ২০ দিন যাবৎ। এতে জনভোগান্তির পাশাপাশি প্রতিদিন হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। জমি কেনাবেচা না করতে পেরে মানুষ নানাবিধ সংকটে পড়েছে। ফলে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় সাবরেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্র্রি বন্ধ রয়েছে। 

জানা গেছে, সফটওয়্যার উন্নয়ন কাজের কারণে প্রায় ২০ দিন ধরে ভূমিসেবা সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না, জমি কেনাবেচা না করতে পেরে মানুষ নানাবিধ সংকটে পড়েছে। ছেলে কে বিদেশ পাঠানো সহ বিভিন্ন অর্থনৈতিক কাজে বিগ্ন সৃষ্ঠি হচ্ছে।

রেজিস্ট্র্রি অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস এলে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি বৃদ্ধি পায়। সেই হিসেবে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০টি করে দলিল রেজিষ্ট্রী হয়, যা থেকে সরকার বড় অঙ্কের  টাকা রাজস্ব অর্জন করে। কিন্তু গত ২০দিন ধরে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় সেই রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। 

উপজেলার চান্দেরচর গ্রামের অবসর প্রাপ্ত প্রাইমারী শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান জানান ১৫/২০ দিন ধরে জমির খাজনা কাটতে পারছি না। জমিও বিক্রি করতে পারছি না। শ্রীমদ্দি গ্রামের সুবেদ আলী জানান, ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির খাজনা নিতে পারছি না  জমিও বিক্রি করতে পারছি না, এদিকে ছেলে কে বিদেশ পাঠাবো বিসার মেয়দ শেষ হয়ে যাচ্ছে। এতে আমি চরম বিপাকে পড়েছি।

পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী জানান, ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না। এতে নামজারি ও খাজনা প্রদান ও বন্ধ রয়েছে। ফলে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য সাময়িক ভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ রয়েছে। মাঝে মাঝে ওপেন হচ্ছে কিন্ত পূর্বের নামজারির আবেদন আপলোড দিলে সমস্যা হচ্ছে। জমির মালিকদের সাময়িক অসুবিধা হচ্ছে, দ্রুতই ভূমিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.