জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় দৃষ্টিনন্দন মাল্টার বাগান করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসক জুবাইদুল ইসলাম। জুবাইদুল ইসলাম উপজেলার গুনারিতলা ইউনিয়নের বালাভরাট এলাকার বাসিন্দা। তিনি শখের বশে বাড়ির পাশে ১৫ শতাংশ জমিতে গড়ে তুলেছেন মাল্টার বাগান। পাশাপাশি আরও ৫ শতাংশ জমিতে লাগিছেন বড়ই ,আম, পেয়ার, ড্রাগন ও চালতা ফলের গাছ। জুবাইদুলের দৃষ্টিনন্দন মাল্টার বাগান দেখতে বিভিন্ন এলাকায় দর্শনার্থী বাগানে ভিড় জমাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, জুবাইদুল মাল্টা গাছে পর্যাপ্ত পরিমাণে মাল্টা ধরেছে। যেখানে বাজারে সাধারণত কীটনাশক ব্যবহার ছাড়া মাল্টা পাওয়া যায় না সেখানে তার বাগানে কোন প্রকার কীটনাশক ব্যবহার করা হয়নি।
উদ্যোক্তা জুবাইল ইসলামের জানান, তিনি ছোট গাছ প্রেমিক। বাড়ির চারপাশে তিনি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। শখের বশে তিনি ২০২১ সালে প্রথমে ছোট পরিসরে কয়েকটি গাছ লাগান, পরে ভালো ফল পাওয়ায় ১৫ শতাংশ জমিতে দুই শতাধিক মাল্টার গাছ লাগিছেন।
তিনি আরও বলেন , আমি হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি এই মাল্টার বাগান পরিচর্চা করি। সামনের দিকে আরও বড় পরিসরে মাল্টার বাগান করবো।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন, জুবাইদুল ইসলাম এই উপজেলার একজন সফল কৃষি উদ্যোক্তা। তার মাল্টা চাষে কোন প্রকার বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হয় নি । তিনি তার বাগানে জৈব্য সার ব্যবহার করেছে। মাল্টা ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাল্টা চাষীদের কৃষি অফিস থেকে সকল ধরনের পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হবে।