মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (৭ডিসেম্বর) ভোর সকালে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদের নেতৃত্বে এস আই মহসিন চৌধুরী পিপিএম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তাকৃত আসামী হলো- জাগিরাঘোনা এলাকার কালা মিয়া (কালাইয়ার) পুত্র নুরুচ্ছফা (৪২)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।