× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তিন প্রতিবন্ধী বোনের সাহায্যের আবেদন

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি।

০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মানবেতর জীবনযাপন করছেন মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা গ্রামের একই পরিবারের তিন প্রতিবন্ধী বোন উম্মি বেগম (৬২),আকিতন (৫৫) নুর নাহার বেগম (৩৯), বেঁচে থাকার সহায়তা স্বাভাবিকভাবেই জন্ম গ্রহণ করেছেন পৃথিবীতে কিন্তু জন্মের কয়েক বছর পরই অজানা এক রোগে আক্রান্ত হয়ে তারা সবাই শারীরিক প্রতিবন্ধীতে পরিনতি হয়। প্রায় ১২ বছর পূর্বে তাদের পিতা সুলতান হাওলাদার মাতা জাহেরা বেগমের মৃত্যুর পর অসহায় হয়ে পরে বোন। এলাকাবাসী তাদের সাহায্য সহযোগিতা করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল হওয়ায় তাদের বেঁচে থাকা দুরূহ হয়ে পরেছে। পরিবারের উপার্জন অক্ষম কোন পুরুষ না থাকার কারণে পাড়া প্রতিবেশীর সামান্য সাহায্য সহযোগিতা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

এদিকে নানা রোগে আক্রান্ত আকিতন নেছা শারীরিকভাবে দূর্বল হওয়ায় আগের মত মানুষের কাছে সাহায্যে জন্য যেতেও পারে না। খাবারের সন্ধানে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে যা পায় তা দিয়ে বোন কোন রকম বেঁচে আছেন।

আকিতন নেছা প্রতিবন্ধী ভাতা পেলেও পরিবারের অন্য দু'বোনের  ভাগ্য জোটেনি প্রতিবন্ধী ভাতা সহ সরকারী কোন অনুদান। অর্থকষ্টে অনাহারে অর্ধাহারে দিন কাটছে অসহায় পরিবারটি।

উম্মি বেগম বলেন, আমাগো কিচ্ছুই নাই আমরা তিন বোন প্রতিবন্ধী আমাদের সাহায্য করেন। আরেক বোন নূরনাহার বলেন, আমাগো কিছুই নাই, কেউ কিছু দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আপনারা আমাদের সাহায্য দিন।

বাড়ীর প্রতিবেশি ইউনূছ হাওলাদার জানান, আমরা ছোট থেকে দেখতেছি ওরা তিনটি বোন প্রতিবন্ধী অসহায়। মানুষের সাহায্য সহযোগীতায় তারা কোন রকম বেঁচে আছেন। আমরা তাদের যথাসাধ্য সাহায্য সহযোগীতা করি। তারা তিনটি বোন প্রতিবন্ধী যদি ভাতা সরকারি ভাবে পেত তাদের বাঁচার একটা অবলম্বন হতো।

উম্মি বেগমের ছোট চাচা মো. তৈয়ব হাওলাদার বলেন, আমার বড় ভাই মৃত্যুর পর প্রতিবন্ধী তিনটি বোন অনেক অসহায় হয়ে পরেছে। মানুষের সাহায্য সহযোগীতায় তারা মানবেতর জীবনযাপন করছে। প্রতিবন্ধী এই পরিবারটিকে সরকারী সহযোগীতার পাশাপাশি সমাজের বিত্তবানদের  সাহায্যের হাত বাড়িয়ে দিন।

ডাসার ইউপি চেয়ারম্যান মো.রেজাউল করিম সিকদার ভাসাই জানান, আমার ইউনিয়নে প্রতিবন্ধী এই পরিবারটিকে আমি নিয়মিত খোঁজ খবর নেয়ার চেষ্টা করি। ওএমএস চাউলের একটি নাম দিয়েছি। সরকারী প্রদত্ত সহযোগীতা দেয়ার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে তাদের পাশে থাকবো।

বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আমি দেখলাম প্রতিবন্ধী পরিবারটি আসলেই অসহায়। উপজেলা প্রশাসন অবশ্যই তাদের পাশে দাঁড়াবে। আমি শুনেছি তাদের একজন মাত্র প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন। বাকি দু'জনকে অল্প সময়ের মধ্যে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে। সাময়িক ভাবে পরিবারের জন্য যথা সম্ভব তাদের সহযোগিতা করা হবে। এছাড়াও তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.