× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে ট্রেনে কাটা পরে প্রান গেল প্রবাসী যুবকের

ডেস্ক রিপোর্ট

০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ এএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ এএম

প্রতীকী ছবি।

আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন (৩৪) নামে এক প্রবাসীর যুবকের মৃত্যু হয়েছে। গতকাল (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এই ঘটনা ঘটে।

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপঁ-পুলিশ পরিদর্শক মো. নাছির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি রাত ১০টার দিকে মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশে রওনা দিয়ে নোয়াখালী পৌরসভার আহমদিয়া হাই স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে ডান পা আলাদা হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.