× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে ১৬ মামলার আসামি গ্রেফতার!

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ এএম

ছবিঃ সংবাদ সারাবেলা

কক্সবাজার টেকনাফে নৃশংসভাবে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যাকান্ডের মূল পরিকল্পনাকরী এবং হত্যা, ডাকাতি প্রস্তুতি, অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলার আসামি বদি আলম প্রকাশ বদি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গতকাল (০৬ ডিসেম্বর) রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব নাপিতখালী এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়।

   

গ্রেফতারকৃত আসামি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন  ৭নং ওয়ার্ড, পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার নজির আহমদের ছেলে। 


র‌্যাব-১৫ সূত্রে জানানো হয়, গত ১৭ নভেম্বর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বটগাছতলা এলাকায় ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক ব্যক্তি সন্ত্রাসীদের মধ্যযোগীয় বর্বর কায়দায় নির্যাতনে নিহত হয়।


ঘটনার দিন ভিকটিম আব্দুর রহমান ও তার প্রতিপক্ষ ইয়াবা কারবারীদের সাথে ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে বাজারে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। 

ঘটনার মূল পরিকল্পনাকারী বদি আলম প্রকাশ বদি তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে খুনের উদ্দেশ্যে অত্যন্ত পাশবিক ও বর্বরোচিত কায়দায় ভিকটিমকে সজোরে আঘাত করে গুরুতর জখম করে এবং তার সাথে থাকা অন্যান্য আসামীদের মধ্যে একজন গুলি করে। ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 


র‌্যাব- ১৫ সূত্রে আরো জানানো হয়, হত্যাকান্ডের পর থেকেই জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব ব্যাপক গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে । 

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বদি আলম প্রকাশ বদি কক্সবাজারের ঈদগাঁও পূর্ব নাপিতখালী এলাকায় আত্নগোপনে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতে র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে থাকে গ্রেফতার করে।


র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান, পিপিএম (সেবা) জানান, রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ০৩টি হত্যা, ০৫টি অস্ত্র, ০৬টি মাদক, ০১টি ডাকাতি প্রস্তুতি ও ০১টি অন্যান্য মামলা’সহ মোট ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।  

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.