× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

০৬ ডিসেম্বর ২০২৪, ২১:৫৬ পিএম

প্রতীকী ছবি।

কক্সবাজারের চকরিয়ায় উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক যুবক। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাকের হোসেন (১৯)। তিনি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ছয় কুড়ি টিক্কা পাড়াস্থ সাতঘর পাড়ার মাছ ব্যবসায়ী আবদুল কাদেরের পুত্র।

আবদুল কাদেরের চাচাত ভাই কলিম উল্লাহ জানান- পাশের তিন নম্বর ওয়ার্ডের হেতালিয়া পাড়ার একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় জাকেরের ওপর। এ সময় চারিদিক থেকে ঘিরে তাঁর ভাইপো জাকেরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নারত অবস্থায় বাবা আবদুল কাদের জানান- তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বাইরের কারোর সঙ্গে কোন বিষয়ে বিরোধ নেই। তাই সঠিক কী কারণে কারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া জানান- ঘটনার খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে সম্ভাব্য স্থানে পুলিশের অভিযান চলছে। তবে এখনও (রাত পৌণে ৯টা) পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন- ‘সঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ নিহতের লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন- পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.