রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪ এ “দি বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড” পেয়েছে রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে বরেন্দ্র অঞ্চলের তরুণদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে ‘নগর যুবদের অঙ্গীকার, জলবায়ু সুবিচার’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয় রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪।
ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র বিগত ১ বছরের কার্যক্রম ও উদ্যোগ গুলোকে বিবেচনাকরে এই “দি বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক তরুন নেতা ও পরিবেশ আন্দোলন কর্মী মো. আতিকুর রহমান আতিক।
এছাড়াও আরো ৯ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। এবারের আয়োজনে ‘দি বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, ‘দি বেস্ট ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছে টাটকা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সোহেল হোসাইন সাগর ও স্বচ্ছলতা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সালমান ফার্সী, ‘দি বেস্ট ইয়ুথ ওমেন অ্যাওয়ার্ড’ সিমা মারডি, ‘দি বেস্ট ইয়ুথ অর্গানাইজার অ্যাওয়ার্ড’ পেয়েছে নবজাগরণ ফাউন্ডেশন এর সাবেক সভাপতি ও উপদেষ্টা রাসেল সরকার, ‘দি বেস্ট বরেন্দ্র ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনীম জামাল, ‘দি বেস্ট ইয়ুথ ইনভাইরোনমেন্টাল জার্নালিজম অ্যাওয়ার্ড’ পেয়েছে আফসানা মিমি, ‘দি বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে সবনাজ মোস্তারি স্মৃতি, ‘দি বেস্ট কোস্টাল ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে রাইসুল সরকার, ‘দি বেস্ট ইয়ুথ মোটিভেটর অ্যাওয়ার্ড’ পেয়েছে প্রচেষ্টা জনকল্যাণ সংস্থার সভাপতি মোখলেসুর রহমান।
রাজশাহী যুব জলবায়ু সম্মেলন ২০২৪ এর সমাপনী আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. বিধান চন্দ্র দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও বারসিক এর পরিচালক পাভেল পার্থ, কৃষি পদকপ্রাপ্ত কৃষক মো. নুর হোসেন, সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মো. মিজানুর রহমান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ প্রমুখ।
প্রসঙ্গত, রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস “তারুণ্যের জয় হবে নিশ্চয়ই” এ প্রত্যয়ে বিগত ২০১৫ সাল থেকে রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে পরিবেশ-প্রতিবেশ, প্রাণ-প্রকৃতি, প্রাণবৈচিত্র্য, জীববৈচিত্র্য সুরক্ষা, মানুষসহ সকল প্রাণের জন্য নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মৌলিক ও সাংবিধানিক অধিকার বাস্তবায়ন, সকল প্রাণের জন্য নিরাপদ, বাসযোগ্য, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, অভিঘাতসহনশীল, শ্রদ্ধাশীল, বৈচিত্র্যপূর্ণ, মানবিক সমাজ বিনির্মাণ এবং নদ-নদী, পুুকুর-জলাশয়-জলাধার-জলাভূমি সুরক্ষাসহ সমসাময়িক নানা ইস্যুতে কাজ করে যাচ্ছে।