× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে হেরোইনসহ শহর ছাত্রদলের আহ্বায়কসহ ৪ জন গ্রেফতার

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ীতে ৫ পুড়িয়া হেরোইনসহ নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ (৬ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পৌরশহরের কালিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরশহরের মধ্য কালিনগর এলাকার মজিবর রহমানের পুত্র শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলম (৩২), একই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র হাবির উদ্দিন (৪৫), গড়কান্দা এলাকার আশ্রাব আলীর পুত্র শহিদুল ইসলাম (৩২), শেরপুর সদর উপজেলার খাটুয়া কুমড়ী এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র নাজমুল হক (২৭)

পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফরিদ আলম, হাবির উদ্দিন, শহীদুল ইসলাম ও নাজমুল হককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.