× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজার

আদালতে বিচার কার্য চলাকালে ভিডিও ধারণ; জরিমানা দিয়ে মুক্তি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২০ পিএম

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলাকালে আদালতের অনুমতি ছাড়া ভিডিও ধারণ করায় মামুন আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তিকে আটকের পর জরিমানা প্রদান করায় পরে মুক্তি দেয়া হয়।

আজ (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে আদলত পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) কবির হোসেন জানান, আটকের পর ওই ব্যক্তি জরিমানা প্রদান করায় পরে মুক্তি দেয়া হয়।  

গত মঙ্গলবার দুপুর ২ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২য় আদালতে একটি মামলায় বিচার চলাকালে মেহেদী হাসান নামে এক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আদালত সংশ্লিষ্ট সূত্র।

আদালত সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে মেহেদী হাসান নামে এক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণকালে তার ভাগিনা মামুন আহমেদ মোবাইল ফোনে আদালতের কার্যক্রম ভিডিও করার সময় আদালতের সহায়ক কর্মচারী বিচারক এম. মিজবাহ উর রহমানের নজরে আনলে বিজ্ঞ বিচারক নিরাপত্তার দ্বায়িত্বে থাকা পুলিশ সদস্যকে ওই ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। আটকের পর আটককৃত ব্যক্তির হাতে থাকা জবফসর ব্র্যান্ডের মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও ধারণ করার সত্যতা নিশ্চিত হন। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মামুন আহমেদ, পিতা: দিলু মিয়া,গ্রাম, উত্তর খলাগাঁও, দক্ষিণভাগ, রাজনগর উপজেলায় বলে আদালতকে জানায়।

এর পর আদালত আটককৃত ব্যক্তির কর্মকান্ডের কারণে বিচারিক কার্যক্রমের বাধা সৃষ্টি হওয়ায় এবং বিনা অনুমতিতে আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করায় আদালতের প্রতি ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধা প্রদর্শিত হয়েছে মর্মে আদালত তার অপরাধ ১৮৬০ এর ২২৮ ধারায় এবং ১৮৯৮ এর ৪৮০ ধারানুযায়ী ২শত টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এর পর জরিমান প্রদান করায় তাকে মুক্তি দেয়া হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.