× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার শহরে তীব্র যানজট; চরম ভোগান্তি

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

কক্সবাজার শহরের প্রধান সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পর্যটকসহ স্থানীয়রা। যার ফলে প্রতিদিনই যানজটের মুখে পড়ে ছাত্র থেকে শুরু করে চাকরিজীবীদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। লাইসেন্সবিহীন টমটম, অবৈধ মিশুক গাড়ী, অটো রিকশার ছড়াছড়ি, অদক্ষ ড্রাইভার এবং বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের উপস্থিতির সংখ্যা কম। এসব কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর আবার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের বাজারঘাটা, লালদিঘীর পাড়, ভোলা বাবুর পেট্রোল পাম্প, বার্মিজ মার্কেট, বৌদ্ধ মন্দির সড়ক, হাসপাতাল সড়ক ও বড় বাজার এলাকায় যানজট লেগেই থাকে। মাঝে মধ্যে কালুর দোকান ও পিটি স্কুল এলাকায়ও যানজটের কবলে পড়ে চরম ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের । এতে করে যেমন করে মানুষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, ঠিক তেমনি ব্যঘাত ঘটছে মানুষের নিত্য নৈমত্তিক কর্মকান্ডে। শহরের কলাতলীতেও তীব্র যানজটে অতিষ্ট পর্যটকরা।

কক্সবাজার ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্য মতে, ৩৩ বর্গ কিলোমিটার আয়তনের কক্সবাজার পৌর শহরের প্রধান সড়কের দৈর্ঘ্য ৬ কিলোমিটার। এছাড়া পর্যটন অঞ্চলখ্যাত কলাতলী সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। এই ৮ কিলোমিটার সড়কসহ শহরের অন্যান্য সড়কে লাইসেন্সপ্রাপ্ত তিন হাজার টমটমের স্থলে ৮ হাজারের বেশি টমটম চলাচল করছে। অন্যদিকে সাড়ে তিন হাজার রিকশার পরিবর্তে সড়কে এর সংখ্যা ১২ হাজারেও বেশি। এর সঙ্গে আছে অবৈধ মিশুক গাড়ী, অটোরিকশা, প্রাইভেট কার ও মিনিবাস। সব মিলে মোট ৪০ হাজার যানবাহন চলে শহরের সড়কে। আর উপর ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, যাত্রী ওঠানামায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

কক্সবাজার সরকারি কলেজের ছাত্র শুভ দাশ বলেন, কলেজে গিয়ে গোলদিঘীর পাড় বাসায় ফিরতে দুই ঘন্টা সময় লেগেছে। এমন যানজট কখনো দেখেননি। প্রধান সড়কে এক স্থানে অন্তত ১ ঘন্টা টমটমের উপর বসে থাকতে হয়েছে। টমটম চালক যানজট এড়িয়ে বিভিন্ন গলি দিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারেনি। সবখানেই যানজট লেগেই আছে।


শহরের বার্মিজ মার্কেট এলাকার সবুজ আলম বলেন, ছোট্ট এই শহরে চাহিদার চেয়ে অতিরিক্ত টমটম। রয়েছে অবৈধ মিশুক গাড়ী, অটোরিকশাও। তার সাথে যোগ হয়েছে সিএনজি, মাহিন্দ্রাসহ বিভিন্ন প্রকার যানবাহনের চলাচলের সংখ্যা। ফলে যানজটের মাত্রা তীব্র আকার ধারণ করেছে।


তিনি আরো বলেন, অটোরিকশা, মিশুক গাড়ী আর টমটমের কারণে শহরে পা ফেলা অনেকটা দুষ্কর হয়ে পড়েছে। শহরের লালদিঘীর পাড় থেকে বার্মিজ মার্কেট পর্যন্ত এক কিলোমিটার পথ পাড়ি দিতে ২/৩ ঘণ্টা সময় লেগে যায়।


যানজট, লাইসেন্সবিহীন টমটম ও অবৈধ মিশুকের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার প্রশাসক (উপ- পরিচালক, স্থানীয় সরকার) রফিকুল হক  মিটিংয়ে রয়েছে পরে কথা বলবে বলে ফোন রেখে দেন।


এনিয়ে কক্সবাজার ট্রাফিক পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, রাস্তার শৃঙ্খলা ফিরানোর দায়িত্ব আমাদের। আমরা যথাসাধ্য কাজ করে যাচ্ছি রাস্তার যানজট নিরসনের। তবে শহরে অতিরিক্ত লাইসেন্সবিহীন টমটম, অবৈধ মিশুক গাড়ী ও রাস্তার চারপাশে গাড়ী পার্কিংয়ের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। পৌরসভা এ-সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করলে দ্রুত যানজট নিরসন হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.