কক্সবাজারের রামুতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত। আজ (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় রামু উপজেলার রামু-মরিচ্যা আন্তঃসড়কের তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত প্রণব বড়ুয়া পল্টু (৬৫) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকূল এলাকার মৃত গান্ধী বড়ুয়ার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, সকালে রামু উপজেলা সদরের তেমোহনী স্টেশনে চায়ের দোকানে নাস্তা শেষে বাড়ী ফিরছিলেন। এক পর্যায়ে উপজেলা সদরের চৌমুহনী দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় আহত ব্যক্তিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক ) প্রেরণ করেন।
বেলা ১২ টার দিকে চমেকে নেওয়ার পথে লোহগড়া উপজেলার চুনতি এলাকায় প্রণব বড়ুয়া পল্টু মারা যান বলে জানান ওসি।
ইমন জানান, নিহতের লাশ রামুতে আনা হচ্ছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।