খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত জান্নাতুল ফেরদৌস (১৯) তবলছড়ি গৌরাঙ্গপাড়ার ইলিয়াছ মিয়ার মেয়ে। তার স্বামী সবুজ মিয়া একজন প্রবাসি।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার তবলছড়ির ৪নং ওয়ার্ড গৌরাঙ্গপাড়ায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানায় , গত ৬ মাস আগে একই ইউনিয়নের ১নং ওয়ার্ড সিংহপাড়া এলাকার জলিল সওদাগরের ছেলে সবুজ মিয়ার সাথে তার প্রেমের সম্পর্কে বিয়ে হয়। সে তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। নিহত জান্নাতুল ফেরদৌস তার বাবার বাড়িতে থেকেই লেখাপড়া করছে।
আজ সকালের দিকে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে স্বজনরা মনে করেন।
তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।