× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনোয়ারায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩

ফরহাদুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

২৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পেকুয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে আসার পথে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছে ৩জন। আজ (২৯ নভেম্বর) ভোর ৭টার দিকে পিএবি সড়কের শোলকাটা মাঝার গেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছে আব্দুল মালেক (৪০), মো. হোসেন, এবং অজ্ঞাত ৪০ বছর বয়সী আরেক যুবক। আহতদের বাড়ি বাঁশখালী ও চকরিয়া বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, "ভোরে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা সিএনজি অটোরিকশা রাস্তার পাশে খাদে নামিয়ে দেয়। এসময় সিএনজিতে থাকা ৩জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী জানান, সকাল সাড়ে ৭টার দিকে আহত তিনজনকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই জয়নাল আবেদিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহতদের চমেকে রেফার করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.