বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না । আজ (১৮ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা ছিলো সার্বভৌমত্ব রক্ষা করা ও স্বাধীনতা রক্ষা করা । ৭ নভেম্বর হয়েছিল বলেই আজকে ছাত্র জনতা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ৫ আগস্ট ঘটিয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ যখন এমন চেতনা বুকে ধারণ করেন তখন আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে দাবিয়ে রাখা যাবে না।
তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন । মুগ্ধ, আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্রজনতাকে হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরষ্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন রাকসুর সাবেক এই ভিপি।
অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান- গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।