× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে রিকশা চালকের সংবাদ সম্মেলন

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি।

২৭ নভেম্বর ২০২৪, ২১:১৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

জমি বিক্রি করে ৩০ বছর ধরে দলিল করে জমি বুঝিয়ে না দেওয়া ও হুমকি ধামকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রিকশা চালক ফরজ আলী ও তার পরিবার।

বুধবার ২৭ নভেম্বর বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরপাইয়াতলী কাজি হাজী এলাকায় ভুক্তভোগী রিকশা চালক ফরজ আলীর বাড়ীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে ফরজ আলী ও তার মেয়ে রোজিনা আক্তার বলেন, শরীয়তপুর জেলা পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর হোসেন প্রায় ৩০ বছর আগে আমাদের কাছে জমি বিক্রি করে। এবং একমাসের মধ্যে দলিল করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ওইসময় নূর হোসেন সম্পুর্ণ জমি বিক্রির টাকাও নিয়ে যায়। এখন প্রায় ৩০ বছর পার হলেও আমাদের জমির দলিল বুঝিয়ে দিচ্ছে না তিনি। এর আগে বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি দলিল করে দেওয়ার কথা বললেও এখনো তা দিচ্ছেন না। উল্টো আমাদের বলে ১০ লাখ টাকা না দিলে জমি দলিল করে দিবে না। পাশাপাশি আমাদের পুলিশ দিয়ে হয়রানির করার ভয়ভীতি ও মারধরের হুমকি ধামকি দেয়। আমরা স্থানীয় প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা নূর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলবেন বলে সংযোগ বিছিন্ন করে দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.