× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপু‌রে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

২৭ নভেম্বর ২০২৪, ১৭:০৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা।

বুধবার (২৭ ন‌ভেম্বর) দুপুরে রংপুর কোর্ট চত্বরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচীতে আইনজীবীরা বলেন, পতিত সরকারের সহযোগি হিসেবে ইসকন দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভারতের তাবেদারী চালাতে চায়। এই ইসকন একটি হিন্দু উগ্রবাদী সংগঠন। তারা ভারতের কথায় গতকাল চট্টগ্রাম আদালতে সাধারণ জনগণ এবং আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে। সেই হামলায় জয় শ্রী রাম শ্লোগান দিয়ে ইসকনরা আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হামলায় আওয়ামীলীগের ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা অংশ নিয়েছিলো। তারা ভাঙচুর চালিয়েছে এবং নৈরাজ্য সৃস্টি ক‌রেছে। তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, না হলে এ নৈরাজ্য বন্ধ হবে না।

বক্তারা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ইসকনদের পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে বাংলাদেশকে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসবেন এই প্রত্যাশা আপনাদের প্রতি। আমরা এডভোকেট এডভোকেট ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এগিয়ে যেতে চাই।

এ সময় আইনজীবীরা ইসকন সংগঠনকে উগ্রবাদী ও জঙ্গি সংগঠন উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচীতে জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম রংপুরের সভাপতি এডভোকেট একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, এডভোকেট বায়োজিদ ওসমানী, এডভোকেট শফি কামাল, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, এডভোকেট কাওছার আলীসহ অন্যান্য আইনজীবী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.