× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপু‌রে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

২৬ নভেম্বর ২০২৪, ১৬:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত

মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি হয়রানি বন্ধসহ ট্রাক ডাকাতি বন্ধের দাবিতে মঙ্গলবার (২৬ ন‌ভেম্বর) দুপু‌রে নগরীর আর কে রোডে ১২টা হ‌তে দেড়টা পর্যন্ত রংপুর - ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাক শ্রমিক। অবরোধের কার‌নে মহাসড়কের দুপার্শ্বে দির্ঘ যানজ‌টে শত শত বাহন আটকা পড়ে। এসময় চরম দূর্ভোগে প‌ড়তে হয় যাত্রী সাধারন‌কে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থলে উপ‌স্থিত হ‌য়ে সন্ধার মধ্যে সমাধানের আশ্বাস দিলে ট্রাক শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এর আগে আর কে রোড এলাকায় ট্রাক ষ্টান্ডের সামনে রংপুর ঢাকা মহাসড়কের মাঝামাঝি স্থানে ট্রাক আড়াআড়ি ভাবে রেখে শত শত ট্রাক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের কার‌নে ব্যাস্ততম মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদি‌কে ট্রাক শ্রমিকরা অভিযোগ ব‌লেন, রংপুরের তারাগজ্ঞ উপজেলার বালাবাড়ি থেকে বড়দরগা, গাইবান্ধার গোবিন্দগজ্ঞ সহ বিভিন্ন মহাসড়কে ট্রাক আটকিয়ে হাইওয়ে পুলিশ কাগজ ‌দেখার নামে চাঁদাবাজি করছে। টাকা না দিলে তারা মোটা অংকের জরিমানা করছে। অন্যদিকে রংপুর দিনাজপুর সহ সিরাজগজ্ঞ পর্যন্ত মহাসড়কে প্রতিদিন ট্রাক আটকিয়ে ডাকাতি করছে দুবৃর্ত্তরা। তারা টাকা পয়সা লুট করে ড্রাইভার হেলপারদের কুপিয়ে আহত করছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে বার বার অবগত করা হ‌লে তারা কোন প্রকার পদক্ষেপ গ্রহন না করায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। তারা বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

এ ব্যাপারে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মানিক জানান, আমাদের ট্রাক শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে প্রতিদিন মহাসড়কে ট্রাক ডাকাতি হচ্ছে ডাকতারা মালামাল লুট করে নিয়ে যাচ্ছে ডাকাতদের হামলায় ট্রাক ড্রাইভার আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেনা।

অপরদিকে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ হচ্ছেনা। রংপুরের তারাগজ্ঞ থেকে বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে কাগজ দেখার নামে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের দাবি একটি স্থানে কাগজ পরীক্ষা করা হোক বার বার বিভিন্ন স্থানে কাগজ দেখার নামে চাঁদাবাজি হাইওয়ে পুলিশকে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, ট্রাক শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছে। সেনাবাহিনী ও পুলিশ আমাদের সন্ধা পর্যন্ত সময়ের মধ্যে দাবি মেনে নেবার আশ্বাস দেয়ায় আমরা আপাতত অবরোধ প্রত্যাহার করছি এর পরেও দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এদিকে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান ট্রাক শ্রমিকদের দাবি দাওয়া গুলো নিয়ে আমরা সন্ধার মধ্যে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবো। আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। পরে সেনাবাহিনী ও পুািলশের উর্ধতন কর্মকর্তারা সন্ধার মধ্যে ট্রাক শ্রমিকদের দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। ফলে দুপুর দেড়টার পর আবারো যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.