× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অনলাইন জুয়ার ফাঁদে মিঠাপুকুরের তরুন-যুবকরা

মোঃ রাশেদুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি।

২৫ নভেম্বর ২০২৪, ১৮:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরের বিভিন্ন এলাকায় মারাত্মক রূপ ধারণ করেছে অনলাইন জুয়া। তরুণ প্রজন্মের হাতে স্মার্টফোন থাকায় তারা সহকে জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার এই ভয়ানক ফাঁদে।

এটা এক সময় এই বড় শহরে সীমাবদ্ধ থাকলেও স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় তা এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলের তরুণ প্রজনোর মধ্যেও জড়িয়ে পড়েছে। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাড়িয়েছে এ অনলাইন জুয়া। অল্প সময়ে অধিক আয়ের লোভে পড়ে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিক্ষার্থী তরুনরা এই জুয়ায় বেশি আসক্ত হচ্ছেন।

তাঁদের অনেকেই জুয়ার নেশায় বুঁদ হয়ে সর্বস্ব হারাতে বসেছেন। এ কারণে বাড়ছে পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ। সহজে প্রচুর টাকা উপার্জনের লোভে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ এই জুয়ায় জড়িয়ে পড়ছেন। তরুণদের অনেকেই কৌতূহলবশত এই খেলা শুরু করলেও পরে নেশায় পড়ে প্রথমে লাভবান হয়ে পরবর্তী সময় খোয়াচ্ছেন হাজার হাজার টাকা। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্মার্টফোনে নির্ধারিত কয়েকটি অ্যাপস

ডাউনলোড করে সেখানে জুয়া খেলা চলে। বিভিন্ন নামের প্রায় ২০ থেকে ২৫টির মতো অ্যাপসে সবচেয়ে বেশি জুয়া খেলা হয়। এসব অ্যাপসে ১০ টাকা থেকে শুরু করে যেকোনো অঙ্কের টাকা দিয়ে খেল্য যায়।

এসব অ্যাপসের বেশির ভাগই পরিচালিত হচ্ছে রাশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে। বাংলাদেশে এগুলোর স্থানীয় প্রতিনিধি (এজেন্ট) রয়েছে। দেশের প্রায় প্রতিটি বাজারেই রয়েছে এই ধরনের এজেন্ট। তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ায় অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছ থেকে টাকা গ্রহণ বা প্রধান করে থাকেন। এজেন্টরা বিদেশি অ্যাপস পরিচালনাকারীদের কাছ থেকে হাজারে কমপক্ষে ৪০ টাকা কমিশন পায়।

বাকী টাকা এজেন্টদের মাধ্যমেই বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে। জুয়ায় বিনিয়োগ থেকে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাচার হয়ে চলে যাচ্ছে বিদেশে। সম্পাতি নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা যায় তরুন, যুবক, ছাত্র, শ্রমিক, চাকরিজীবী অনেকেই ঝুঁকছেন অনলাইন জুয়ায়। কেউ কেউ এতো পরিমানে আসক্ত যে পরিবার ও সমাজের সাথে ঘটছে দূরত্ব বাড়ছে পারিবারিক কলহ। সেই সাথে টাকা পয়সা হারিয়ে টেনশন কাটাতে

ঝুঁকছেন মাদকের নেশায়। যা রূপ নিতে পারে কিশোর গ্যাংয়ের মতো ভয়ানক অপরাধে। উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারের মোড়ে মোড়ে অনলাইন জুয়ার আসর বসে। বিশেষ করে বিকালে একসাথে পাশাপাশি বসে বন্ধুবান্ধব মিলে খুব মনোযোগে মোবাইলে চালিয়ে যাচ্ছে এসব খেলাধুলা। মিঠাপুকুরের বিভিন্ন এলাকায় যেমন- হলাশুগন্জ বাজার,পায়রাবন্দ ভান্জের মোড়,অভিরামনুরপুর, বলদীপুকুর, মোলংহাট সহ বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা গেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে অনলাইন জুয়া খেলতে।

উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ডে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ শিক্ষার্থী জানান, চীনবঃ এর এ্যাপসে জুয়া খেলে টাকা ইনকাম করা যায় শুনেছি। সেই মোতাবেক আমরা বন্ধুরা আইডি খুলে ৫০০ টাকা করে ভরে খেলে কিছুক্ষণ পর সেই টাকা হেরে যাই। এভাবে ১৫-২০ হাজার টাকা হেরেছি অনলাইন জুয়ার নেশায় পড়ে। উপজেলার গোপালপুর চৌপতির একজন চাকরিজীবী জানান, সে বাড়তি আয়ের আশায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে কয়েক লক্ষ টাকা খুইয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.