যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লক্ষ্মীপুরে চাকরি পেলেন ৫০ জন নারী-পুরুষ। ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে ধারণ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
এতে অনলাইন আবেদন বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো প্রকার হয়রাণি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এসব তরুণ-তরুণী।
আজ বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেন পুলিশ সুপার মো: আকতার হোসেন। এর আগে গতকাল (২৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পুলিশ লাইনে উত্তীর্ণ এসব পরীক্ষার ফল ঘোষণা করেন এসপি।
চাকরি পাওয়া তরুণ-তরুণীদের কয়েকজন অভিভাবক বলেন, মাত্র ১২০ টাকা দিয়ে যে পুলিশে চাকরি হবে কখনও চিন্তাও করিনি। এতো সুন্দর ও স্বচ্ছভাবে পুলিশে চাকরি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য লক্ষ্মীপুরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৫০ জন চাকরি পেলো। এতে মেধার ভিত্তিতে ৪৮ এবং মুক্তিযোদ্ধা কোটায় ২ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পুলিশের নতুন সদস্যরা অবশ্যই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদী। পরে পুলিশের নতুন এসব সদস্যেদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।