× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লক্ষ্মীপুরের ৫০ জন

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর প্রতিনিধি।

২৫ নভেম্বর ২০২৪, ১৭:৫০ পিএম । আপডেটঃ ২৫ নভেম্বর ২০২৪, ১৯:০৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লক্ষ্মীপুরে চাকরি পেলেন ৫০ জন নারী-পুরুষ। ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে ধারণ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

এতে অনলাইন আবেদন বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো প্রকার হয়রাণি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এসব তরুণ-তরুণী।

আজ বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেন পুলিশ সুপার মো: আকতার হোসেন। এর আগে গতকাল (২৪ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর পুলিশ লাইনে উত্তীর্ণ এসব পরীক্ষার ফল ঘোষণা করেন এসপি। 

চাকরি পাওয়া তরুণ-তরুণীদের কয়েকজন অভিভাবক বলেন, মাত্র ১২০ টাকা দিয়ে যে পুলিশে চাকরি হবে কখনও চিন্তাও করিনি। এতো সুন্দর ও স্বচ্ছভাবে পুলিশে চাকরি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য লক্ষ্মীপুরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৫০ জন চাকরি পেলো। এতে মেধার ভিত্তিতে ৪৮ এবং মুক্তিযোদ্ধা কোটায় ২ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পুলিশের নতুন সদস্যরা অবশ্যই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদী। পরে পুলিশের নতুন এসব সদস্যেদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.