ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন উদ্দিন আহমেদ মিলন বলেন, বিএনপি চায় দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে একটা অবাধ-সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন জাতিকে উপহার দেয়া। বর্তমান অন্তরবর্তী কালীন সরকারের কাছে এটাই বিএনপির প্রত্যাশা।
তিনি বলেন, স্বৈরশাষক শেখ হাসিনা ও তার এমপি, মন্ত্রী- আমলাদের দীর্ঘ দিনের লুটপাটে দেশে অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এতোদিনে তারা দেশটাকে একটি মগের মুল্লুকে পরিনত করেছিলো। স্বাধীন দেশে বসবাস করেও সাধারণ মানুষ, রাজনৈতিক দল এবং বিরোধী নেতা-কর্মীদের কোন স্বাধীনতা ছিলো না। সরকারের সমালোচনা করতে গিয়ে অনেক নেতা-কর্মীদেরকে খুন ও গুমের শিকার হতে হয়েছে। হামলা-মামলায় জর্জরিত ও পঙ্গু হয়েছেন বিএনপির লক্ষ-লক্ষ নেতাকর্মী।
রাজপথে দীর্ঘ লড়াই সংগ্রামের পর সর্বশেষ জুলাই-আগষ্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তার অনেক দোসররাও দেশ ছেড়ে পালিয়ে গেছে। যার ফলে এই দেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারছে এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সভা সমাবেশ করতে পারছেন। দেশে গণতান্ত্রিক পরিস্থিতি কিছুটা ফিরে এসেছে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে আসবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিদেশে থেকে এবং তার কিছু দোসররা এ দেশ থেকে দেশের বিরুদ্ধে এখনো বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দেবে এ দেশের মানুষ।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসরদের বিচার এ দেশের মাটিতেই করতে হবে। যারা দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে তাদের বিচারসহ পিলখানা হত্যা, শাপলা চত্তরের আলেমদের হত্যা এবং জুলাই-আগষ্টের আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তিনি।
গতকাল (২৪ নভেম্বর) বিকেলে ছাতকের নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর বাজারে ইউনিয়নের ৪.৫.৬.৭নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, নোয়ারাই ইউনিয়ন সহ এই অঞ্চলটি বিএনপির জন্য একটি উর্বর এলকা। বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এ অঞ্চলের মানুষের প্রিয় প্রতিক হচ্ছে ধানের শীষ। বিগত দিনে ধানের শীষ প্রতিকের বিজয়ের সুর নোয়ারাই থেকেই আগে উঠেছে। নোয়ারাই ইউনিয়ন সহ দেশের মানুষ বিগত ১৬ বছর ধরে ভোট দান থেকে বিরত ছিলেন। আগামী সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থী ও পছন্দের প্রতিকে ভোট দিতে পারবেন। এ জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার জন্য তিনি আহবান জানান।
বিএনপি নেতা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান। আরও বক্তব্য রাখেন, জহুরুল হক, আব্দুল কাইয়ুম, গোলাম মোস্তফা, বারিক মিয়া, কুতুব উদ্দিন, মাহমুদ আলী, নাজিম উদ্দীন, রুমান তালুকদার, মোহাম্মদ আলী প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু, নজরুল ইসলাম, হাজী আব্দুল বারী, সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, জেলা বিএনপি নেতা আলতাফুর রহমান খছরু, শামসুর রহমান শামসু, শামসুর রহমান বাবুল, মোঃ কয়েছ আহমদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিনমেম্বার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহব্বায়ক আব্দুল আলিম, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদূর রহমান, দোয়ারাবাজার উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ, যুবদলের আহবায়ক মাধব রায়।
এসময় উপিস্থিত ছিলেন বিএনপি নেতা মোশাররফ হোসেন, সালেহ আহমদ, নুরুল ইসলাম, আজিজুর রহমান,আব্দুল হাই লিপু, আব্দুস সালাম নোমান, মেহেদী হাসান সোনা মিয়া, সাজ্জদুর রহমান, চেরাগ আলী, সাদিকুর রহমান, ওয়াদুদ মির্জা ও ইমতিয়াজ আহমেদ তারেক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh