× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় পরিচয়পত্রের ভুলে ভাতা পান না আজিজ শেখ

এম.এইচ রুবেল, ঝিনাইদহ প্রতিনিধি।

২৫ নভেম্বর ২০২৪, ১৬:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের তথ্য ভুলের জন্য ৭৫ বছর বয়সেও সকল ধরণের ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন মো. আব্দুল আজিজ শেখ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। সকল কাগজপত্র ঠিক থাকলেও শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্যের জন্য থেমে আছে তাঁর ভাতার কার্যক্রম।

জানা যায়, ১৯৪৯ সালের ২০ মে ঝিনাইদহ সদর উপজেলার পানামি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল আজিজ শেখ। মৃত তাছির শেখ- ফুলি বেগম দম্পতির সন্তান তিনি।

আব্দুল আজিজ শেখ জানান, ‘আমি লেখাপড়া তেমন একটা জানিনা। জাতীয় পরিচয়পত্র করার সময় ভুল তথ্য দিয়েছিল সংশ্লিষ্টরা। এজন্য আমি মুক্তিযোদ্ধা ও বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছি। ভোটার অফিসে অনেক বার গিয়েছি তবুও আমার পরিচয়পত্র তারা ঠিক করে দেয়নি।’

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, "বিষয়টি আমার জানা নেই। ওই ব্যক্তি আমাদের কাছে যথা নিয়মে আবেদন করলে তার পরিচয়পত্র সংশোধন করে দেওয়া হবে।''

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.