× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে আগাম শিম চাষে লাভবান চাষিরা

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৪ নভেম্বর ২০২৪, ১৭:০১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। আবহাওয়ার অনুকূলে শিমের ভালো ফলন ও বাজারে উচ্চমূল্য পাওয়ায় চাষিরাও বেশ খুশি কৃষক রবিউল ইসলাম। প্রতি সপ্তাহে শিম খেত থেকে দেড় মণ করে শিম তুলছেন। খরচ বাদে এবার অন্তত ১ লাখ টাকা লাভ হতে পারে বলে জানিয়েছেন এই কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন ও রাধানগর বিভিন্ন এলাকার মাঠে এখন শিমের চাষ হচ্ছে। এলাকার ২০-২২ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগেও এসব এলাকায় বাড়ির সামনে আঙিনায় পরিবারের চাহিদা মেটানোর জন্য শিম চাষ করা হতো। অন্যান্য ফসলের চেয়ে শিম চাষ করে বেশি লাভবান হওয়ায় এখন বাড়ির আঙিনা পেরিয়ে মাঠেও চাষ হচ্ছে শিম। নতুন শিমের চাহিদা বেশি ঢাকায় প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শরিফ উদ্দিন পাড়া (সারুপাড়া) গ্রামের কৃষক আলম শেখ, মনসুর আলী, মোস্তাফিজার, বলেন, শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকেই তাঁদের খেতে আগাম শিম উঠতে শুরু করেছে। শিমের পাশাপাশি তাঁরা আগাম বেগুন ও শসা চাষ করেছেন।

আলম শেখ বলেন, যেকোনো সবজি যদি মৌসুমের শুরুতেই বাজারে তোলা যায়, তবে তার দাম যেমন বেশি পাওয়া যায়,তেমনি গ্রাহকদের কাছে তার চাহিদাও বেশি থাকে। সে কথা ভেবে এবারও তিনি জমিতে আগাম শিম চাষ করেছেন। এবার তাঁর ১২ শতাংশ জমিতে চাষ করা শিম এখন পর্যন্ত ১০ হাজার টাকায় বিক্রি করেছেন।

তাঁদের মতো আগাম শিম চাষে লাভবান হাওয়া রাধানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খোড়াযান গ্রামের আবুল কাশেম, মেনাজুল ইসলাম, আজহার আলী আবু তালেব ও তাহের বলেন, এবার ফলন ও দাম ভালো পেয়ে তাঁদের সংসারের অভাব দূর হয়েছে। এছাড়াও তারা জানান, এই আগাম জাতের শিমের বীজ কুমিল্লা থেকে আনা হয়েছিল। এনে শিম চাষ করে নিজেরাই বীজে সংরক্ষণ করে থাকি। আমাদের কাছ থেকে অনেকে বীজ ক্রয় করে নিয়ে গিয়ে চাষ করে।

কথা হয় খোড়াযান গ্রামের রবিউল ইসলামের সাথে তিনি বলেন, এ বছরে ৬০ শতাংশ জমিতে শিম চাষ করা হয়েছে। আগাম বাজার ধরে এখন পর্যন্ত ১ লাখ টাকা বিক্রি করছি। প্রথম বাজারে ৪ হাজার থেকে বিক্রি শুরু এখন বর্তমান বাজার ২৮ শত থেকে ২০ হাজার টাকা বিক্রি করছি।

দামোদরপুর ইউনিয়নের চিকলির পাড় মোস্তাফিজার বলেন, শিম চাষ করা কঠিন ব্যাপার তিনদিন পর পর ৬০ শতাংশ  জমিতে ওষুধ দিতে হয় ৮০০ টাকা করে। একই গ্রামের মহুবার বলেন ২৪ শতকের ৩০০ টাকা করে খরচ হয় ওষুধ দিতে হচ্ছে। তা না হলে শিমে পোকা ধরবে। বর্তমান বাজার অনেক ভালো আগাম শিম চাষ করে ভালো লাভবান হয়েছি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, কয়েক বছর ধরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ও রাধানগর ইউনিয়নে বেশ কিছু এলাকায় আগাম শিম চাষ হচ্ছে। বর্তমান বাজারে শিম বিক্রি করে অনেক লাভবান হচ্ছে। এছাড়াও পাশাপাশি শীতকালীন সবজি পালন শাক, লাল শাক, পুঁই শাক চাষ করছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ বলেন, সাধারণত আগাম সবজি চাষে পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে। তবে কৃষকেরা এখন সচেতন হওয়ায় যেকোনো সমস্যায় তাঁরা সরাসরি স্থানীয় কৃষি অফিসের পরামর্শ নেন।অন্য বছরের তুলনায় এবার দামও ভালো পাচ্ছেন কৃষকরা।উপজেলায় ১১ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.