× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আসেন ৮ টায়, ডাক্তার বসেন ১০টায়

ফেরদৌস আহাম্মেদ, মানিকগঞ্জ প্রতিনিধি।

২৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৯ পিএম । আপডেটঃ ২৩ নভেম্বর ২০২৪, ১৫:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত

সকাল ৮টা থেকে দুপুর ২:৩০ ঘটিকা পর্যন্ত হাসপাতালের চেম্বারে বসার কথা থাকলেও তা মানছেন না বেশিরভাগ চিকিৎসক। টিকিট কাউন্টারের লোক আসেন সকাল ৯ টার পর আর সকাল ১০ টার আগে হাসপাতালে প্রবেশ করেন না কোন ডাক্তার। অথচ ভোর থেকেই রোগীরা টিকিট কাউন্টার ও চিকিৎসকের চেম্বারের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। দু-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও যখন চিকিৎসকের দেখা পান না, তখন ক্ষুব্ধ হয়ে কেউ কেউ চলেও যান। হাসপাতালের প্রতিদিনের চিত্র এটি। এই অনিয়ম যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে মানিকগঞ্জ সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। 

গত, (১৮,১৯ ,২০ও২১ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১২ পর্যন্ত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, একদিনও সকাল ১০ টার আগে হাসপাতালে কোন ডাক্তার আসেন না। রোগীরা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও সকাল ১০ টার পর অফিসে প্রবেশ করে প্রথমে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের দেওয়া উপহার গুলো নিয়ে তারপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমের সামনে গিয়ে ডিজিটাল মেশিনে হাজিরা দিয়ে কর্মকর্তার রুমে প্রবেশ করে হাজিরা খাতায় স্বাক্ষর করে রোগী দেখতে শুরু করেন তারা।

গত চারদিনের স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বেলা ১০:৩০ ঘটিকার চিত্র অনুযায়ী দেখা যায়, উপ-সহকারী মেডিকেল অফিসারের কক্ষটি তালা দেওয়া রয়েছে। বেলা ১০ ঘটিকা পেরিয়ে গেলেও অনুপস্থিত রয়েছেন জুনিয়র কনসালটেন্ট (অবস এন্ড গাইনী) ডা:শবনম বানু। তিনি সকাল ১০ টার পর হাসপাতালে প্রবেশ করেন। ডেন্টাল সার্জন দুলালী সাহার চেম্বারের সামনে রোগীর লম্বা লাইন থাকলেও তিনি সকাল ৯ টা ৩০ মিনিটের আগে হাসপাতালে আসেন না। সকাল ১০টা ১৩ মিনিটে তাকে হাসপাতালে এসে হাজিরা দিতেও দেখা গেছে। সার্জারী বিভাগের ডাঃসুলতানা প্রতিদিন হাসপাতালে আসেন সকাল ১০ পর।

শিশু বিশেষজ্ঞ ডা রাজিয়া ও ডা সাইমার রুমের সামনে লম্বা লাইন থাকলেও তারা সকাল ১০ আগে হাসপাতালে প্রবেশ করেন না। হাসপাতালে মোট ২১ জন ডাক্তার থাকলেও মাত্র ৮ থেকে ১০ জনের বেশি ডাক্তারকে হাসপাতালে আসতে দেখা যায়নি। আর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তো আজ ৪ দিন যাবত হাসপাতালেই আসেন না। 

আজিমপুর গ্রামের হালিমা বেগম(৬০) বলেন, আমার চোখের সমস্যা। আমি গত সপ্তাহে একবার আসছিলাম ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখিয়ে গেছি। আজ সকাল ৭ টায় আইছি। এখন বেলা অনেক হইলো ডাক্তার তো আসে না দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে।   

বাস্তা গ্রামের হাবীল শেখ বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে সকাল ৮ টায় হাসপাতালে আসছি গাইনী ডাক্তারের কাছে এখন প্রায় ১০ টা বাজে এখনো ডাক্তার আসেন নাই। এখন শুনতেছি ডাক্তার আসতে আরো সময় লাগবে।

পাশের ধমরাই উপজেলার কালাম জানান, তার শিশুকে নিয়ে হাসপাতালে এসেছেন সকাল ৭ টায়। সকাল ৯ টায় টিকিট কাউন্টারের লোক আসলে লাইনে দাঁড়িয়ে টিকেট নিয়ে বসে আসেন প্রায় তিন ঘন্টা। এর মধ্যে তার ছেলেকে দুইবার মাথায় পানি দিতে হয়েছে। 

স্বাস্থ্যসেবা নিতে আসা কোহিনুর ইসলাম জানান, ঘন্টার পর ঘন্টা অসুস্থভরা শরীর নিয়ে দাঁড়িয়ে আছি ডাক্তার আসার কোন নাম গন্ধ নাই, এভাবে যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার কোনো হদিস নাই? অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অসুস্থ শরীর আরো অসুস্থ হয়ে পড়েছে।

হাসপাতালে টিকিট কাউন্টারের মনির বলেন, আমরা সকাল ৯ টা থেকে এসে খাঁটি গাধার খাটুনি।আর সকাল ১০ টার আগে তো একজন ডাক্তারও হাসপাতালে আসেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের দুই জন কর্মচারী বলেন, সকাল ১০ টায় ডাক্তার আসবে। এ জন্য আমরা হাসপাতাল পরিষ্কার করছি। ডাক্তাররা ১০ টার আগে কখনো হাসপাতালে আসেন না বলেও জানান তারা।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন , আমি আজ ছুটিতে নিয়ে ঢাকায় আসছি কাজে। তবে এমন তো হবার কথা নয়।ডাক্তাররা তো সকাল ৯ টার মধ্যে হাসপাতালে চলে আসেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তাসনুবা মারিয়া বলেন, আমার ডিজি অফিসে কাজ আছে। আমি এখনো অধিদপ্তরে আছি ।আমি আপনাকে ওই দিন বলেছিলাম, আমি আমার সিভিল সার্জনকে মৌখিকভাবে জানিয়েছি। তার পর ব্যাকডেটে ছুটির আবেদন করেছি। আর ডাক্তারদের দেরিতে আসার বিষয়ে আমি আপনার সাথে একমত। এই বিষয় নিয়ে আমি কয়েকটি চিঠিও পাঠিয়েছি।

মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মকছেদুল মোমিন বলেন, যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেই অনিয়ম যদি সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা পরিপন্থী হয় অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.