× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহীতে সমন্বয়কের উপর হামলার দায়ভার নিতে চায়না নগর ছাত্রদল

রাজশাহী ব্যুরো।

২২ নভেম্বর ২০২৪, ১৯:১৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রাজশাহী কলেজের সমন্বয়ক পরিচয় দেওয়া সোহেল রানার উপর হামলার দায়ভার ছাত্রদলের উপর চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদল।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২ টার দিকে নগরীর পদ্মা নদী সংলগ্ন একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা হামলার ঘটনায় তাদের কোনোরকম সম্পৃক্ততা নাই বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, সোহেল রানা নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করে রাজশাহী কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সে নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করলেও, প্রকৃতপক্ষে সে ছিল জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা। স্বৈরাচার সরকারের পতনের পর যে যার মতো সমন্বয়ক পরিচয় দিচ্ছেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া রাজশাহীতে কোনো সমন্বয়ক নাই। এখন যারা নিজেদেরকে সমন্বয়ক বলে পরিচয় দিচ্ছেন তারা সবাই ভুয়া।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুইটি গ্রুপ বিরোধে জড়ায়। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সে ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সোহেল রানা রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটনা করেন । সোহেলের উপর যারা হামলা করেছে, তাদের সাথে মহানগর কিংবা রাজশাহী কলেজ ছাত্রদলের কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। ছাত্রদলের সুনাম ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতছাভাবে ছাত্রদলের নাম জড়ানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, রাজশাহীর একটা গ্রুপ ঢাকা থেকে একজন ভুয়া সমন্বয়ক এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে রাজশাহী কমিটি করার চেষ্টা করছিল। ওই ভুয়া কেন্দ্রীয় সমন্বয়ক এর বাড়ি রাজশাহীতেই। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা ওই ভুয়া সমন্বয়ককে গণপিটুনি দিয়ে রাজশাহী থেকে তাড়িয়ে দেয়। উক্ত ঘটনার জের ধরেই জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানার উপরে কে বা কারা হামলা করেছে।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে হাতুড়ি ও বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছিল ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দফা হামলার শিকার হন সমন্বয়ক দাবি করা রাজশাহী কলেজের ছাত্র সোহেল রানা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার সৌরভ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুসহ মহানগর ও জেলার নেতা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.