ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে জেলার মেলান্দহ উপজেলার কাপাশহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝাউগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন কর্নেল, উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, সাবেক আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম আহবায়ক এম এ গফুর, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম-সাম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্তার হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হামিদ রহমান সেলিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। পরিস্থিতি যেমনই হোক, যে কোন দুর্যোগ মুহুর্তে মানুষের কল্যাণে কাজ করে গেছে।
তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন তার দলের নেতাকর্মীরা বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে, উল্টো রিলিফের চাল ও ত্রান সামগ্রী চুরি করতো। কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিপীড়িত-নির্যাতিত হয়েও, শত শত হামলা-মামলার মোকাবিলা কওে জনগনের সেবা করার চেষ্ঠা করে গেছে। দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনী, শিশু, চর্ম ও চক্ষু রোগের প্রায় ৫ শতাধিক অসহায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।